হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় সারা দেশের অন্যান্য জেলার সাথে এক যোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসকের সমেম্লন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগরে উপ-পরিচালক আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, এডিএম এমরান হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।