ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ও নাটোরের লালপুর-বাগাতিপাড়ার সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ভারতের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতুকালে তিনি দুই পুুত্র দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার পরিবারের কাছে এই সংবাদ আসলে পুুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার সন্তান রাজন তার বাবার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বৈচিত্র রাজনৈতিক জীবনের অধিকারী পটল প্রথমে ছাত্রলীগের রাজনীতি করলেও পরে যোগ দেন বিএনপিতে। নাটোরের লালপুর-গুরুদাসপুর থেকে তিনি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রথমে সমাজ কল্যান প্রতিমন্ত্রী ও পরে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন সাবেক এই ছাত্রনেতা। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।