নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন ও ধর্ষণ মামলার আসামী ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে ও এসআই আতিকুল আলম খন্দকার এবং এসআই মুখলেছুর রহমান সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের উলুহর গ্রামের নুর মিয়ার পুত্র কাসেম মিয়া (২৫)কে ব্রাহ্মণডোরা ইউনিয়ন অফিসের সামন থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে শায়েস্তাগঞ্জ থানার অধিনে বরচর গ্রামের আব্দুল মালেকের পুত্র সুমন (২৬)কে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং থেকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানাযায়।শায়েস্তাগঞ্জ থানার এসআই মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।