আবুল হাসান ফায়েজ মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যূৎ উৎপাদন কেন্দ্রে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিডিবির রাজশাহী ও রংপুর বিতরন অঞ্চল নিয়ে গঠিত নর্থ ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাতিল করার দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
কর্মকর্তা- কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ও উপ ব্যবস্থাপক মোঃকামাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফররুক আহাম্মেদ,গোলাম নবী খান, সালাউদ্দিন খান, আজিজুল ইসলাম মতিন, সুভাষ কুমার চক্রবর্তী, মাহবুব মোর্শেদ,রিআই রাব্বানি,আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। ঐক্য পরিষদের নেতারা বিদ্যূৎ প্রতিমন্ত্রী ও পিডিবির চেয়ারম্যানের পদত্যাগ দাবী করেন।