এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্দ্বা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের উপ প্রকৌশলী হামিদুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদকারি দল অলিপুর শিল্পনগরী এলাকায় রাস্তার পাশে ৩৫ শতক জায়গার উপর অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শায়েস্তাগঞ্জ থানা এস আই মোঃ আতিকুল আলম খন্দকারসহ একদল পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে। এতে যাত্রী ও জনগণের যাতায়াতে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনা ঘটে আসছিল।
এসব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলেও এসব অপসারণ করা হয়নি।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।