হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনকোনা পুকুর পাড় এলাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে লাইসেন্সের মেয়াদ না থাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক ও সাদিয়া উম্মে বাণীর নেতৃত্বে ওই এলাকার লিমিট কাপড়ের দোকানকে লাইসেন্সের মেয়াদ না থাকায় ২ হাজার টাকা, স্মার্ট ওয়ারকে ২ হাজার টাকা, জেম ওয়ারকে ২ হাজার টাকা ও মা রেস্তোরাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে সদর থানার একদল পুলিশ।