হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের উপর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলার ৮ উপজেলার সাথে ভিডিও কনফারেন্স করে এ বিষয়ে দিক নির্দেশনা করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স এর সুবিধা চালু হওয়ার পর এই প্রথম সকল উপজেলার সাথে ভিডিও কনফারেন্স এর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সাবিনা আলম প্রথমেই সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মাধবপুর উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে সমবেত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বক্তব্য শুনেন। পর্যায়ক্রমে বাহুবল, লাখাইসহ সকল উপজেলার সাথেই কথা বরলেও নির্ধারিত সময়ে আজিমরীগঞ্জ উপজেলার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ভিডিও কনফারেন্সকালে জেলা প্রশাসক সকল উপজেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। পরে জেলা সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ভিডিও কনফারেন্সকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুর রউফ, এডিএম এমরান হোসেন, হবিগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও সাংবাদিক শাহ ফখরুজ্জামান।