নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা আয়োজনে দেশব্যাপী জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে গণ সচেতনতা বৃদ্ধি এবং তা প্রতিরোধে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে শহরের নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে মানব বন্ধন অনুষ্টিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মানব বন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, ওসি (তদন্ত) কামরুল হাসান,পুজা উদ্ধসঢ়;যাপন কমিটির আহ্বায়ক নিখিল আর্চায্য, কাউন্সিলর জায়েদ চৌধুরী, শিক্ষক আলী আমজাদ মিলন, ছাত্রদল নেতা আবুল কালাম মিঠু,ওয়াহিদুজ্জামান জুয়েল প্রমূখ।
মানব বন্ধনে অংশ গ্রহন করেন কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন,কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব,সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা আক্তার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, শিক্ষিকা শাহিনুর আক্তার চৌধুরী পান্না,শিক্ষিকা শিরীন ফাতেমা, মাওঃ আব্দুর রকিব হক্কানী।
অনুষ্টিত মানব বন্ধনে পরিচালনা করেন সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী। মানব বন্ধনে বক্তাগণ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে সোচ্চার থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।