হবিগঞ্জ প্রতিনিধি : জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার আয়োজনে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান জমিলা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমূখ।