উত্তম কুমার পার হিমেল,নবীগঞ্জ থেকেঃ সারা দেশে জঙ্গী বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে কওমী মাদ্রাসা বোর্ড,হবিগঞ্জ এর কর্মসূচীর আওতায় রবিবার জামেয়া ইসলামিয়া গন্ধ্যা(মিল্লিক) মাদ্রাসার উদ্দ্যেগে মাদ্রাসা প্রাঙ্গনে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিরের সভাপতিত্বে কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ নাজমূল হুদা, মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু ইউসুফ, মাওলানা আবু ফজলে রাব্বি, মাওলানা আবু বক্করসহ শিক্ষকবৃন্দ। বক্তারা জঙ্গিবাদের তীবৃ নিন্দা জানিয়ে মানব বন্ধনে অংশ নেয়া ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জঙ্গীরা দেশ ও ইসলামের দুষমন।