খন্দকার আলাউদ্দিন ॥ জাকজমকভাবে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ২টায় চুনারুঘাটের ডিসিপি হাই স্কুল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের এএসপি (সার্কেল দক্ষিন) রাসেলুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী,উবাহাটা ইউপি চেয়ারম্যান রজব আলী,সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাষ্টার, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারী জামাল হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-উক্ত টুর্নামেন্টের আহবায়ক মোঃ আনোয়ার আলী ও সদস্য সচিব কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী, ইউপি সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন,উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও যুবলীগ নেতা সাইফুল আলাম রুবেল,ধামালি চুনারুঘাটের সভাপতি ও সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, সেক্রেটারী মামুন তালুকদার,যুগ্ন-সম্পাদক তাজুল বাহার, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমান,জেলা আওয়ামী তরুনলীগের যুগ্ন-আহবায়ক আহাম্মদ আলী, যুবলীগ নেতা খোকন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগ মাহমুদ খায়ের,সুপ্রিয় বনিক, ইফতেখার রিপন প্রমুখ।
উদ্বোধনের পূর্বে জাকজমকভাবে ধামালি চুনারুঘাট সংগঠনের উদ্যোগে ধামালি নাচ ও সঙ্গীতানুষ্টানে দর্শকদের মনোমগ্ধকর তুলে। এ ফুটবল টুর্নামেন্ট ২০টি দলের অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় সিলেট জেলার জগন্নাথপুর বনাম বি-বাড়ীয়া জেলার নাসিরনগর মুখোমুখি হয়। এতে সিলেটের জগন্নাথপুর ৪-০ গোলে বিজীয় হয়।