হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমড়ি দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইউনুস মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় জুয়েল তার বসতঘরে লাইট লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে জুয়েলের মৃত্যুর খবর শুনে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।