বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শুক্রবার (৫ আগষ্ট) রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার ভাতকাটিয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে আব্দুল হাই (৪৬), খাগাউড়া গ্রামের কবির মিয়ার ছেলে বশির মিয়া (২২), হরিতলা গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে মাসুক মিয়া (২৫), একই গ্রামের আব্দুল করিমের ছেলে ফয়সল মিয়া (২২), বরিউরি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল আউয়াল (৩০), লামাতাশি গ্রামের কাদির মিয়ার ছেলে আব্দুর আহাদ কাজল (৩৬)।
বাহুবল মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হবে।