খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে চেয়ারম্যান আবু তাহের ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট আগামীকাল রোববার স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে শুরু হচ্ছে।
এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এম আকবর হোসেন জিতুসহ উপদেষ্টা সন্ডলীর সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলা পূর্বে ধামালি চুনারুঘাট সংগঠনের উদ্যোগে ধামালি নাচ, ও সঙ্গীতানুষ্টানের আয়োজন করা হবে। এ টুর্নামেন্ট ২০টি দলের অংশ গ্রহনের কথা রয়েছে।
উদ্বোধনী খেলায় সিলেট জেলার জগন্নাথপুর বনাম বি-বাড়ীয়া জেলার নাসিরনগর মুখোমুখি হবে। আবু তাহের ফুটবল টুর্নামেন্টে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্র জানিয়েছেন উক্ত আহবায়ক মোঃ আনোয়ার আলী ও সদস্য সচিব কাউন্সিলর আব্দুল হান্নান।