হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আলআমিন সিএনজি গ্যাস পাম্প থেকে একটি নোহা গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
শুক্রবার রাত ৯টায় ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হল: চুনারুঘাট উপজেলার রাণীকোর্ট গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র শামীম (২৫) ও চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের আব্দুস সমেদের পুত্র হানিফ উল্লা (৪৫)।
এ সময় একটি নোহা (ঢাকা মেট্রো-ট-১৪-০৫-৫৯) জব্দ করা হয়।