জমির আলী,শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে গভীর রাতে গরু চুরি করে যাওয়ার সময় গরুসহ স্থানীয় জনতা ৪ চোরকে হাতেনাতে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশে সোর্পদ করেছে।
শুক্রবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে অলিপুর গ্রামে। এ সময় আরো কয়েকজন গরু চোর শাহজীবাজার রাবার বাগান দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এসআই আতিকুল ইসলাম,এস আই মুখলেস,এস আই সুদিল,এস আই সামিউলসহ একদল পুলিশ তাদের কে আটক করে থানা নিয়ে আসেন।
আটককৃত চার গুরু চোর হলো- বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের নেওয়াজ মিয়ার পুত্র আয়াত আলী (৩০), ইমাম উদ্দিনের পুত্র শাহীন মিয়া (২১), মৃত আব্দুস সালামের পুত্র আব্দুর রহিম (২৪), ওসমান মিয়ার পুত্র রুবেল মিয়া (২৬)।
পুলিশ জানায়, উল্লেখিতরা (ঢাকা মেট্রো-ন-১৮-৮৭৯১ এবং ১৬-৪৬৮৯) যোগে ২টি গরু পিকআপযোগে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
ওসি নাজিম উদ্দিন জানান, অলিপুর গ্রামের ফজল মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে চোররা। আটকদের শনিবারে কারাগারে প্রেরণ করা হবে।