বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে রেললাইনের ব্রীজের নিচে অজ্ঞাত ব্যাক্তির লাশ পাড়ে থাকতে দেখা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের বারআউলিয়া-দওপাড়া গ্রামের মধ্যবর্তী ঢাকা-সিলেট রেললাইনের ব্রীজের পাশে পড়ে থাকতে দেখা যায়।
অজ্ঞাত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের বারআউলিয়া নামকস্থানে রেললাইনের ব্রীজের নিচে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। বেলা সাড়ে ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মুনির হোসেন জানান, রেললাইনে লাশ পাওয়া গেলে আমার এরিয়ার বাইরে তবে আমি ঘটনাস্থলে এখনই যাব।