বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেনীর ছাত্রী।
বুধবার দুপুরে তাদের বিয়ে বন্ধ করে দেন তিনি।
জানা যায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামের আব্দুল হান্নানের মেয়ে স্থানীয় ব্রাক স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী আছমা আক্তার (১২) সাথে দক্ষিন স্নানঘাট গ্রামের হারুন মিয়ার ছেলে জুয়েল মিয়া (১৯) সাথে তার বিয়ের আয়োজন শুরু হয়।
বাল্য বিয়ের খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের বিয়ের পেন্ডেল সহ তাদের সব আয়োজন ভেঙ্গে দেন। বিয়ের আসর থেকে স্কুল ছাত্রী আছমাকে পুলিশ বাহুবল মডেল থানায় নিয়ে আসে।
পরে সন্ধ্যায় কনে ও বরের পক্ষের লোকজনের উপস্থিতিতে উপজেলার নির্বাহি অফিসারের কার্যালয়ে উভয় পক্ষকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় পূর্বক পূর্ণ বয়সের আগে বিয়ে দিবে মর্মে মুছলেকা আদায় করে তাদের ছেড়ে দেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।