চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের গাজিপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ছোয়াব আলীকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে গাজিকালো মাজারের পাশে কবরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার আসামপাড়া ঈদগায়ে জানাজার নামাজ শেষে ( গার্ড অব ওর্নার) রাষ্ট্রীয় মযাদার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) তন্মময় ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ,গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবীর খান,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হক,মুক্তিযোদ্ধা সুরুজ আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধার সন্তান রুবেল আহমেদ ও সুজাত ভূইয়া,গার্ডঅবওর্নার এ নেতৃত্ব দেন চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক।
মরহুম মুক্তিযোদ্ধা ছোয়াব আলী দীর্ঘ দিন যাবৎ গাজিপুর হাইস্কুল এন্ড কলেজে নৈশ প্রহরী হিসাবে কর্মরত ছিলেন। সকলেই মুক্তিযোদ্ধা ছোরাব আলীর রুহের মাগফেরাত কামনা করেন।