চুনারুঘাট প্রতিনিধি ॥ জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার শহরের বিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা – সিলেট পুরাতন মহাসড়ক চুনারুঘাট -শায়েস্তাগঞ্জের মধ্যে শ্রীকুটা রাস্তায় পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোস্তাক আহমদ তরফদার মাসুম, সহকারি শিক্ষক সুমিরণ চক্রবর্তী,ইকরামুল ওয়াদুদ জালাল, জাকির হোসেন, মোক্তাদির হোসেন, রিপন চন্দ্র শীল, নজরুল ইসলাম, সহকারি শিক্ষিকা ফয়জুন্নাহার রিপন ও মোঃনুর উদ্দিন প্রমুখ। এছাড়াও স্কুলের সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।