হামিদুর রহমান মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সড়ক সড়ক দূর্ঘটনায় আপন মিয়া (২৫) নামে একজন নিহত এবং তানজিল মিয়া (১৬) নামে একজন গুরুত্বর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ আগষ্ট) বিকাল ৪টার দিকে নিহত আপন মিয়া ও তার আত্মীয় তানজিল মিয়া মোটর সাইকেলে করে চৌমুহনী থেকে তার নিজ বাড়ি রাজনগরের উদেশ্যে আসছিলেন।পথিমধ্যে রাজনগর কমিউনিটি ক্লিনিক এর এর কাছে আসলে তার মোটর সাইকেলের সামনে একটি ছাগল চলে আসে। ছাগলকে বাচাঁতে গিয়ে দূর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থলেই নিহত হন আপন মিয়া। গুরুত্বর আহত তানজিল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।