মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে প্রাথমিক শিক্ষায় সম-অধিকার প্রতিষ্টায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। প্রত্যাশা প্রকল্প, ডি এফ আইডির সয়াহতায় এবং গণসাক্ষরতা অভিযান ও এসেড এ সভার আয়েজন করে।
বুধবার সকাল ১০টায় গোপায়া ইউপি মিলনায়তনে কমিউনিটি এডোকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রথান অতিথি হিসেবে বক্তৃতা করেণ হবিগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ।
তিনি বলেন শিক্ষা আমাদের সাংবিধানিক অধিকার। ধমর্ বর্ণ নির্বিশেষে সকল শিশুকে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। এবং প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সেদিকে আমারা সকলেই নজর দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন গোপায়া ইউপি চেয়ানম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন ও গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম মেন্যাজার সাকিবা খাতুন। সভায় গোপায়া ইউনিয়নের এডোকেশন ওয়াচ গ্রুপের সদস্য, অভিভাবক, স্কুল পরিরচালনা কমিটির প্রতিনিধি,শিক্ষক, জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।