এটিএম সালাম/সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক চাপায় হাবিবুর রহমান (১৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এ মর্মান্তিক সড়ক দূর্ঘনাটি ঘটে। নিহত যুবক আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের চুনু মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, নবীগঞ্জ থেকে ছেড়ে আউশকান্দি অভিমুখী একটি মালবুঝাই ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় স্থানীয় বাংলাবাজারে পৌছে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ভ্যান গাড়ীকে চাপা দেয়। এতে ভ্যান গাড়ীটি ধুমড়ে মুছড়ে গেলে ঘটনাস্থলেই ভ্যান চালক হাবিবুর রহমানের মৃত্যু ঘটে।
ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে আউশকান্দি বাজারে ট্রাকটি আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।