খন্দকার অালাউদ্দিন, চুনারুঘাট ঃ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন নরপতি গ্রাম হইতে মুকিপুর পর্যন্ত ১ হাজার ফুট কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ কাজের উদ্ধোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অাবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, ধামালি চুনারুঘাট ও সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মোস্তাক অাহাম্মদ, সদর ইউপি অাওয়ামীলীগ সেক্রেটারি রইছ উল্লা, ইউপি মেম্বার সেফাজ চৌধুরী, অাওয়ামীলীগ নেতা শাহ মোঃ ফারুক, যুবলীগ নেতা ফয়সল চৌধুরী, ঠিকাদার তাজুল ইসলাম, সুহেল চৌধুরী, তাজুল বাহার, অামেরিকা প্রবাসী অাব্দুল অাহাদ, উপজেলা চেয়ারম্যান সিও ওয়াহিদুল ইসলাম সুমন, মোঃ জামাল মিয়া, যুবলীগ নেতা অাঃ কাদির।
উদ্বোধন সভায় উপজেলা চেয়ারম্যান অাবু তাহের বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার। অামি নরপতি গ্রামের সকল অবহেলিত রাস্তার উন্নয়ন করতে চাই। অাগে কি উন্নয়ন হয়েছে বা হয়নি তা না দেখে বর্তমানে যে সব রাস্তা রয়েছ তা উন্নয়ন করব।
নরপতির মানুষ অতিথি পরায়ন মানুষ। তারা অতিথি অাপ্যায়ন করতে জানেন। উল্লেখ্য, এ ইট সলিং ১ হাজার ফুট কাজের ব্যায় হবে ৩ লক্ষ টাকা।