নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় খুদেজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী নামকস্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত খুদেজা বেগম কদমতলী গ্রামের মৃত আঃ করিমের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, খুদেজা বেগম মহাসড়ক পারাপারের সময় নতুন ব্রীজগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম নিহতের বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চিত করেন।