চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাটের হিন্দুদের বৃহৎ উৎসব ৭ দিনব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ (উৎসব) আজ রবিবার থেকে শুরু হচ্ছে। পৌর শহরের হাতুন্ডা গ্রামে বাসুদেব বাড়ী প্রাঙ্গনে ইতিমধ্যে আয়োজকরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। জাকজমকভাবে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহানাম যজ্ঞটি অনুষ্টিত হবে। অনুষ্ঠানের মধ্যে রাত ৮টায় হরিনাম সংকীর্তন উদ্ভোধনানুষ্ঠান। ২৫ জানুয়ারী সকাল ১০টায় স্বাধ্যায়যজ্ঞ, দুপুর ২টায় চৈতন্য লীলা কীর্তন, বিকাল ৪টায় গীতাপাঠ ও সঙ্গীতানুষ্ঠান, সন্ধা ৭.৩০ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠ, রাত্র ৯.৩০ মিনিটে লীলা কীর্তন, ২৬ জানুয়ারী সকাল ১১টায় চৈতন্য লীলা কীর্তন, দুপুর ১টায় লীলা কীর্তন, বিকাল ৪টায় আলোচনা, রাত্র ৯টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, ২৭ জানুয়ারী সকাল ১১টায় পদকীর্তন, দুপুর ১টায় চৈতন্য লীলাকীর্তন ও শ্রীমদ্ভাগবত পাঠ, বিকাল ৫.৩০ মিনিটে গুনীজনদের সম্বর্ধনা ও সঙ্গীতানুষ্ঠান, সন্ধা ৬টায় ধর্মসভা, রাত্র ১০টায় লীলা কীর্তন ও ১০.৩০মিনিটে শুভ অধিবাস। ২৮ জানুয়ারী ঊষালগ্নে ৩২ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন, ৩১ জানুয়ারী দুপুর ১২টায় ভোগরাগ ও প্রসাদ বিতরণ, ১লা ফেব্রুয়ারী মন্দির ও নগর পরিক্রমা ও তৎপর উৎসব সমাপন।