নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ সরকারী জে কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশাল মানব বন্ধন কর্মসুচী পালন করেছে। শিক্ষার্থীরা প্রচন্ড গরমকে উপেক্ষা করে হাতে ব্যানার পেষ্টুন নিয়ে প্রায় ১ ঘন্টা ব্যাপী অনুষ্টিত মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, ম্যানেজিং কমিটির সদস্য করুনাময় দে বাচ্চু,রূপায়ন চক্রবর্তী, শিক্ষানুরাগী সদস্য বিকাশ রায় ও আব্দুস শহীদসহ স্কুলের শিক্ষক-শিক্ষকাবৃন্দ। তারা দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ বন্ধের দাবী জানান।