মোঃ শাহীন আহমেদ : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজারে এক দোকান চুরি করে পালিয়ে যাবার সময় সোহেল মিয়া (২২) নামে এক চোরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরির ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে কুতুবের চক এলাকা থেকে আটক করা হয়েছে।
সোহেল মিয়া চুনারুঘাট উপজেলার সতং গ্রামের ছুরত আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, শহরের ড্রাইভার বাজারের ইসলামীয়া স্টোরের তালা ভেঙ্গে চোর দোকানের ভিতর থেকে ৫০-৫৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। কুতুবের চক গ্রামের সামন দিয়ে যাবার সময় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে। পরে জিজ্ঞাসবাদ করে উত্তম-মধ্যম দিলে সে চুরি ঘটনা স্বীকার করে।
দোকান মালিক আব্দুল নুর ও স্থানীয় ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর মোঃ মাখন মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিতার মিয়া চোরকে নিয়ে সালিশে বসেন। এসময় চোরের কাছ থেকে ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মোঃ বিলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।