নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আমুরোড বাজার সংলগ্ন গোছাপাড়া গ্রামস্ত আমু চা বাগান সড়কে বেপরোয়া ভাবে চালাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর অটো রিকসার সাথে ধাক্কা লেগে ২ শিশু সহ আহত হয়েছে সাত জন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত সুত্রে জানাযায়, চুনারুঘাট থেকে আমুরোড বাজার মূখী সিএনজি চালিত হবিগঞ্জ থ-১১- ১২৫৬ অটো রিকসাটি একই দিকে মুভ করে দাঁড়িয়ে থাকা হবিগঞ্জ থ-১১- ৩৮৩৪ অটো রিকসাটিকে বেপরোয়া ভাবে ধাক্কা দিলে উভয় যানই পাশের খাদে পড়ে যায়।
এতে আহত হন, চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের রৌওশন আলীর পুত্র সেলিম মিয়া (৩৮), তার স্ত্রী রাহিমা খাতুন(৩০), দুই ছেলে ফাহিম মিয়া (৮),আল আমিন (৫),চুনারুঘাট পল্লী বিদ্যুৎ কর্মী আক্তার হোসেন( ৩৭),অদক্ষ চালক রিয়াজ উদ্দিন (১৭) ও আমু চা শ্রমিক হীরেশ( ৩৫)।
আহতদের মধ্যে দুই শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং গুরুতর আহত রাহিমাকে সিলেট উসমানী হাসপাতাল,আক্তার হোসেনকে বি বাড়িয়া রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। এবং অন্যান্যদের পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি( তদন্দ) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,ঘঠনা ঘটার সঙ্গে সঙ্গেই উনাকে অজ্ঞাত কেউ মুঠোফোনে জানান।
তবে লিখিত কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ করলে তিনি অবশ্যই যথাযথ ব্যবস্তা গ্রহন করবেন।