বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পুরুষশুন্য বাড়িতে ঢুকে বসতঘর ভেঙ্গে দিয়েছে একদল দূর্বৃত্ত।
রবিবার ভোররাতে উপজেলার লামাতাশী ইউনিয়নের শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লামাতাশি ইউনিয়নের শিবপাশা গ্রামের চান্দেরবাড়ির নুরুল আমীন, আব্দুল কাইয়ূম ও মাওলনা ইউনুছ আলী আব্দুর রশিদ হত্যা মামলার আসামী থাকায় তারা গ্রেফতারের ভয়ে পলাতক থাকায় বাড়ি পুরুষশুন্য হয়ে পড়ে। এ সুযোগে রবিবার ভোরে একদল দুর্বৃত্ত বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২৬ জুলাই রোজ মঙ্গলবার পূর্ব বিরোধের জের ধরে একই ইউনিয়নের মুশরিককলা গ্রামের কোরবান উল্লার ছেলে আব্দুর রশিদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে নিহত আব্দুর রশিদের ছেলে বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করে।
এ ব্যপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান, কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।