চুনারুঘাট প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক শাম্মী আক্তার গভীর শোক প্রকাশ করেছেন ।
আজ রবিবার প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় সাবেক সংসদ সদস্য শাম্মী আকতআর বলেন, শফিকুল হোসেন চৌধুরী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ সৎ ও নির্ভীক রাজনীতিবিদ। তিনি জেলা ও উপজেলা বিএনপিতে সুসংগঠিত, শক্তিশালী ও জনপ্রিয়করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
এ ছাড়া ৭১ এর রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সাহসী ভুমিকা রাখার জন্য তিনি স্বরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য যে, শফিক চৌধুরী গতকাল শনিবার সকাল ৮টা ৩০মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।