বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট) বিয়ের পিঁড়িতে বসছে বানিয়াচঙ্গের হিয়ালা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তফুরা আক্তার। ইতিমধ্যে তার পরিবার বিয়ে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে এ বিয়েতে তফুরা আক্তারের সম্মতি নেই বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, শাহপুর গ্রামের বাসিন্দা কুতুব আলীর কন্যা হিয়ালা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তফুরা আক্তারের সাথে পাশ্ববর্তী হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র বায়জিদ মিয়ার (৩০) বিয়ে ঠিক করা হয়েছে। আগামী ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে। ইতিমধ্যে উভয় পরিবার বিয়ের বাজার সম্পন্ন করেছেন এবং বিয়ে আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
একটি সূত্র জানায়, তফুরা আক্তার বিয়েতে সম্মতি দেয়নি। সে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। এমনকি তফুরা তার সহপাঠীদের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নুর মিয়া তালুকদারকে জানালেও তারা বিয়ে বন্ধ করার জন্য কোন উদ্যোগ নেননি।
এ ব্যাপারে হিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ জানান, তফুরা আক্তার আমার স্কুলের ছাত্রী। তবে বিয়ে হচ্ছে এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী জানান, তফুরা আক্তারের বিয়ের খবরটি আমি শুনেছি। কিন্তু তারা আমার কাছ থেকে প্রাপ্ত বয়সের জন্ম নিবন্ধন সনদ নেয়নি।
এ ব্যাপারে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।