নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতি ওল্ডহ্যাম যুক্তরাজ্য কতৃক নবীগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে দারিদ্র লোকদের মধ্যে রিক্সা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে ৩ এমপির সামনে ছাত্রলীগের দু‘গ্রপের মধ্যে হাতুয়া মারপিঠের ঘটনা সংঘঠিত হয়েছে।
এসময় পুলিশ ও আওয়ামীলীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকলে এ ঘটনার পর থেকে কলেজ এলাকা ও নবীগঞ্জ শহরে বিবাদমান দু‘গ্রপের মধ্য টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, নবীগঞ্জের কয়েক জন লন্ডন প্রবাসী মিলে নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতি নামে ওল্ডহ্যাম যুক্তরাজ্য¯ একটি কমিটি গঠন করেন।
এ কমিটির কয়েকজন দেশে এসে নবীগঞ্জের দরিদ্র অসহায় লোকদের মধ্যে সেলাই মেশিন ও রিক্সা বিতরনের উদ্যাগ নেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে সেলাই মেশিন ও রিক্সা বিতরনের অনুষ্ঠান শুর হয়।
উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতির সভাপতি প্রফেসার আব্দুল হানান এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ সদর আসনের এমপি এডভোকেট আবু জাহির। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হবিগঞ্জ- ২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খাঁন, জাতীয় পার্টির কেদ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খায়েরসহ বিভিন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মেম্বার ও বিভিন রাজনতিক দলের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান শুরুর সাথে সাথে পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা মুহিনুর মোবাইলে ছবি তোলার ভান করে চেয়ারে বসা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল পা’ য়ে পা লাগায়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ছাত্রলীগের দু‘গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল, ছাত্রলীগের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রাজুসহ এ গ্রপের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী হাতুয়া মারপিঠের শিকার হন।
এক পক্ষের নেতা উপজলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ বলেন, উক্ত অনুষ্ঠান চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে রাজুর সাথে ছাত্রলীগের কয়েক কর্মীর মধ্যে তর্ক বির্তকের ঘটনা ঘঠেছে। এ সময় নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়।
অপর পক্ষের নেতা নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ধর্ষন মামলার আসামী নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল কলেজে প্রবেশ করায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘঠে। পরে আমরা গিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দরা শান্ত করে পরিস্থিতি স্বাবাভিক করি।