ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। চতুর্থ আসরের মতো এবারের বিসিএলেও ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিসিএলের চার ফ্রাঞ্চাইজি ও টুর্নামেন্ট কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলে অংশগ্রহণকারী চার দল হলো- ওয়ালটন সেন্ট্রাল জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।
ডাবল লিগ পদ্ধতিতে খেলাগুলো হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে। এই পদ্ধতিতে ফাইনাল থাকছে না। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে।
জোনভিত্তিক টুর্নামেন্ট হলেও ফ্রাঞ্চাইজিদের অনুরোধে দলের নামকরণে পরিবর্তন আসছে। গত চার আসরে সেন্ট্রাল জোন, সাউথ জোন, ইস্ট জোন ও নর্থ জোন নামে দল পরিচালনা হলেও এবার থেকে ফ্রাঞ্চাইজিদের প্রতিষ্ঠানের নামে দলের নামকরণ হবে- ওয়ালটন ক্রিকেট দল, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ইসলামী ব্যাংক ক্রিকেট ক্লাব/দল ও বিসিবি ক্রিকেট দল।