চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির কালিশীরি সরকারী জনিয়র হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান দ্বিতীয়বারে মত উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১১টায় নির্বাচকরা ১৬৬টি স্কুলের মধ্যে জুরি বোর্ডের মাধ্যমে সর্বস্মতিক্রমে মুজিবুর রহমানকে শ্রেষ্ট উপজেলা সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।
পরে স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমানের নেতৃত্বে ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উল্লেখ্য, উপজেলা কৃষকলীগ সেক্রেটারী মুজিবুর রহমানের উদ্যোগে কালীশিরী সরকারী জনিয়র স্কুলের ছাত্র/ছাত্রীরা শতভাগ পাস, স্কুলের রাস্তা পাকাকরনের উন্নয়ন কাজ, মাল্টিমিডিয়া ক্লাস রুম,বিদ্যুতায়ন, স্কুলের বৃক্ষ রোপন, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করায় তাকে শ্রেষ্ট উপজেলা ম্যানিজিং কমিটির সভাপতি গত বছরের মত এবারও নির্বাচিত করা হয়।