হাজী আব্দুল বাছিত : নরসংদি বাবুর হাটের উদ্দেশ্যে কাপড়ের হাট করতে গিয়ে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার কাপড় ব্যবসায়ী এখলাছ মিয়া।
তিনি নন্দনপুর গ্রামের রইছ আলীর পূত্র। সে নন্দনপুর বাজারের মায়ের দোয়া বস্ত্রালয়ের মালিক।
তার পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার (২৯ জুলাই) ভোরে তার দোকানের কাপড় কিনতে নরসিংদির বাবুর হাটের উদ্দেশ্যে রওয়ানা হন।
এরপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
কেউ তার সন্ধান পেলে ০১৭৪৮৯৮২৮৫০ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।