সৈয়দ হাবিবুর রহমান ডিউক॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানীতে কর্মরত রয়েছে কয়েক হাজার শ্রমিক। বিভিন্ন জায়গা থেকে এসব শ্রমিক প্রতিদিন আসা যাওয়া করে। তাদেও আসা যাওয়ার জন্য নিয়োজিত রয়েছে ১৫/১৬টি বিরতিহীন বাস।
প্রতিদিন সকালে ৭টায় ও ৮টায় শ্রমিক বাস দিয়ে আসে আবার রাত্রে ৭টায় ও ৮টায় শ্রমিকদের এসব বাস দিয়ে আসে। তাছাড়া প্রতিদিন কয়েকশ গাড়ী কোম্পানীর মালামাল আনা নেওয়া করে। কিন্তু এতগুলি বাসের জন্য কোম্পানীর কোন গাড়ী পার্কিয়ের ব্যবস্থা নেই , ফলে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানযট লেগে থাকে। প্রায়ই মাঝে মাঝে ঘটে অপরিকল্পিত দুর্ঘটনা।
নিরাপত্তার ঝুকি নিয়েই অনেক মানুষ , স্কুলে পড়–য়া ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে। অত্র এলাকায় যানযট ও দুর্ঘটনা এড়াতে কোম্পানীর গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।