সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩নং এলাকার শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ, নিজামপুর, নুরপুর, রাজিউড়া ও গোপায়া ইউনিয়ন সমন্বয়ে প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই নতুন ও পুরাতন পরিচালক প্রার্থীকা ত্রিমূখী ভোট যুদ্ধে নেমে পরেছে। কে হবেন পরিচালক বিদ্যুৎ গ্রাহক ভোটার মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। হপবিস ৩নং এলাকা পরিচালক প্রার্থীরা হলেন – বর্তমান পরিচালক ও সাবেক বোর্ড সচিব মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী ওরফে নুরুজ (বৈদ্যুতিক বাল্ব), শাহ মোঃ হুমায়ুন কবির (ছাতা) ও মোঃ আমিনুর রহমান সোহেল (চেয়ার)। গত ১৪ জানুয়ারী হপবিস ৩নং এলাকা পরিচালকদের প্রতীক পাওয়ার সাথে সাথেই হাট-বাজার ও গ্রামঞ্চলে পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগে নেমে পড়েছেন। নির্বাচনী প্রচারণায় কেউ কার চেয়ে কম নেই। সরজমিনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৩নং এলাকায় ঘুরে দেখাযায়, শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ, নিজামপুর, নুরপুর, রাজিউড়া ও গোপায়া ইউনিয়নে মোট ৩ জন পরিচালক প্রার্থীর গণ সংযোগে ভোটাররা বিভক্ত হয়ে পড়েছে। প্রার্থীরা দিবা-রাত্রী ঘুম হারাম করে হাট-বাজার ও গ্রামাঞ্চলে নারী-পুরুষ বিদ্যুৎ গ্রাহকদের সাথে কৌশল বিনিময়, দোয়া ও আশির্বাদ কামনা করে ৩নং এলাকার ভোটারদের সহযোগিতা চেয়েছেন। সাথে সাথে বিদ্যুৎ বিষয়ে নানা সমস্যা সমাধান ও উন্নয়নের আশ^াস দিচ্ছেন। অনেকের ধরণা জাতীয় ও স্থানীয় নির্বাচন থেকে অনেকটা ভিন্ন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকদের নির্বাচন। এ নির্বাচনে গ্রহণ যোগ্যতা ও বেশি গ্রাহক ভোটারদের মাঝে। ১টি পৌর সভা ও ৫টি ইউনিয়ন নিয়ে বিদ্যুৎ গ্রাহক ভোটার সংখ্যা প্রায় ৬ হাজার ২শ। ৩নং এলাকা বেশ কয়েকজন গ্রাহক এ প্রতিনিধিকে জানান, এলাকায় সৎ, যোগ্য, নিষ্ঠবান ব্যক্তিকে ভোট দিবেন বলে অনেকের ধারনা রয়েছে। কোন কোন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের পিছনে নিরপক্ষভাবে প্রচারণা করছেন। আবার কেউ কেউ রাজনৈতিক দলের নেতা-কর্মীকে নিয়ে প্রচারণা করতে দেখা যায়। আগামী ১৫ই ফেব্রুয়ারী ১৫ ইং রোজ রবিবার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হপবিস এর বিদ্যুৎ গ্রাহকদের ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। #