হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
শুক্রবার ভোরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর বাজারে পাশে খোয়াই নদীতে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক শতমুখা গ্রামের আবুয়াল হোসেনের ছেলে মোজাক্কির (১৬)। এ ঘটনায় আহত হয়েছে একই গ্রামের বাহাউদ্দিন, জুয়েল মিয়া, হারুনুর রশিদ।
জানা যায়, উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের বাহাউদ্দিনের নেতৃত্বে মাছ ধারার জন্য বড় জাল তৈরি করে। এক পর্যায়ে শুক্রবার ভোরে একটি ডিঙ্গি নৌকা নিয়ে তারা খোয়াই নদীতে মাছ ধরতে নামে। ভোরে নৌকার একপাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন আহত সহ মোজাক্কির নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে সিলেট থেকে ডুবুরীরা এসে বিকাল ৪টায় নদী থেকে তার লাশ উদ্ধার করে।
সুজাতপুর বাজারের ব্যবসায়ী রেজাউল হাসান রিজু মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।