সময়
যোশেফ হাবিব
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
সময়ের একপ্রান্তে ভালোবাসা,
অন্যপ্রান্তে স্বপ্ন,
এক চোখে নীলালো
অন্য চোখে স্পর্শ।
মাতাল আমি তোমারই প্রেমের
বাহুডোরে বেঁধেছি জীবন,
বেঁধেছি মরণ,
আঘাতে মোরে করো দ্বিখন্ডিতো,
আঘাতে করো অন্ধ,
আঘাতে আমার সব কেড়ে নাও,
ধূলোতে করো শান্ত,
অতল প্রেমের গভীর জলে,
বন্দি করো আমায়,
নিভৃতে শয়নে তোমার জাগরনে,
রক্তাক্ত করো হিয়ায়।
নাও কেড়ে নাও সকল সুখ
দুঃখ দিও বেড়ে,
যে পথপারে শূন্যতা উড়ে,
ঠেলে দাও তার ধারে।
গগন কোণে রূপসী বিনে,
চাঁদের নেই তো দেখা,
একা একা মন করিছে গমন,
পৃথিবী যখন ফাঁকা।
যাকনা সময়-
দিপ্রোরোদে হাঁটবো একা,
লেজ গুটানো সুখের মাঝে,
কষ্টগুলোর হবে বিজয়,।