ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তানিদের হাতে মো. বাচ্চু সর্দার (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক খুন হয়েছেন। গত ২৪ জুলাই রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেশেটির পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা গেছে।
নিহত বাচ্চু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের মৃত রশিদ সর্দারের ছেলে। তিনি দুবাইয়ের একটি হোটেলে কাজ করতেন।
বাচ্চু মিয়ার চাচাতো ভাই মো. জাবেদ আহম্মেদ রমজান সাংবাদিকদের জানান, গত ৭/৮ বছর আগে দুবাই পাড়ি জমান বাচ্চু মিয়া। সেখানে একটি হোটেলে চাকরি করতেন তিনি। গত রোববার রাতে কয়েকজন পাকিস্তানি নাগরিক ওই হোটেলে গিয়ে বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে বাচ্চু তাদের দিকে এগিয়ে আসলে তারা খাবার নিতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় ওই পাকিস্তানিরা প্রথমে বাচ্চুকে পিটিয়ে ও পরে ছুরিকাঘাতে হত্যা করে।
এদিকে, বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দাম্পত্য জীবনে বাচ্চু মিয়া দুই ছেলে ও এক মেয়ের জনক। বর্তমানে তার স্ত্রী দুই সন্তান নিয়ে থাকেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। পরিবারের লোকজন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে দেশে দ্রুত মরদেহ আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।