হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বাকরপুর গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শাপলা আক্তার (১৪) নামে এক কিশোরীকে বেধড়ক পিটিয়েছে একদল বখাটে।
গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের বাবুর্চি আব্বাস মিয়ার কন্যা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১০টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্র জানায়, বাকরপুর গ্রামের ছবুর হোসেনের পুত্র লম্পট মোতাব্বির হোসেন (২০) প্রায়ই শাপলাকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি শাপলা তার পিতাকে জানালে পিতা আব্বাস মিয়া লম্পট মোতাব্বির হোসেনের অভিভাবকের বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মুতাব্বির।
বৃহস্পতিবার রাত ১০টায়র দিকে মোতাব্বির হোসেন, আহাদ ও ছবুর হোসেন শাপলাকে তার ঘর থেকে জোরপূর্বক তোলে তাদের উঠানে নিয়ে যায়। এক পর্যায়ে শাপলাকে পিটিয়ে আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।