নবীগঞ্জ প্রতিনিধি : জঙ্গি দমনে জনগনের ভূমিকা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানা কম্পাউট ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও রাজনীতিবিদসহ পেশাজীবি লোকজন অংশ গ্রহন করেন। নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড.আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান,নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান,সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, এড.সুলতান মাহমুদ,এড, ফারুক আহমদ,সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ,ইউপি চেয়ারম্যান বৃন্দের মধ্যে নজরুল ইসলাম,আবু সিদ্দিক,মহিবুর রহমান হারুন, জাবেদুল আলম চৌধুরী সাজু,সমাজসেবক ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক কমিশনার মিনা আক্তার, আওয়ামীলীগের নেত্রী দিলারা হোসেন, সাবেক কাউন্সিলার রেজভী আহমদ খালেদ,ব্যবসায়ী বাবুল রায়, গৌরাঙ্গ বাবু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, গৌতম রায় প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে আলী আহমদ মুসা, আবু সাঈদ এওলা মিয়া, সত্যজিত দাশ, আশিক মিয়া,বজলুর রশিদ নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম প্রমূখ। সভায় জঙ্গি দমনে পুলিশের জিরো ট্রলারেন্সনীতি পালনে সর্বাত্বক সহযোগিতা পালনে সবাই অঙ্গীকার করেন। আমরা চাই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে জনগন কে সচেতন করতে হবে। এখানে কোন রাজনীতিকে প্রশ্রয় দেয়া।