বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউএনও’র হস্তক্ষেপে ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দেওয়া হয়েছে।
জানা যায় বানিয়াচং উপজেলা সদরের ৩ নং ইউনিয়নের মিয়াখানী গ্রামের কালাই উল্লার ১২ বছর বয়সের জনৈক কণ্যা শেখ আবু নাসের কোরেশী মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে একই এলাকার নজির মিয়ার পুত্র খোকন মিয়া (১৮) এর সাথে বৃহস্পতিবার দুপুরে বিয়ে হওয়ার দিনক্ষন ঠিক ছিল।
ওই বাল্য বিয়ের সংবাদটি কোন এক সূত্রে জানতে পারেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ।
তিনি বুধবার রাতে বিষয়টিন ৩ নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে অবহিত করেন। কিন্তুু বিয়ের আয়োজন ঠিকমতই চলছি।
বৃহস্পতিবার বিয়ের প্রায় ২ ঘন্টা পূর্বে ইউএনও সন্দীপ কুমার মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শুকরানার মাধ্যমে বর ও কণের অভিবাবকদ্বয়কে ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়। উ
ভয় পক্ষের অভিবাকরা বাল্য বিয়ে আইন সম্মত নয় স্বীকার করে ইউএনওর নিকট লিখিত অঙ্গীকারনামা দিয়ে প্রতিজ্ঞা করেন তারা তাদের সন্তানদের প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ের আয়োজন করবেন না।