মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃহবিগঞ্জের চুনারুঘাটে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে কে বা কারা বিদ্যালয়টি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভাতে সক্ষম হলেও বিদ্যালয়ের অফিসঘরসহ ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১২ সালে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া এলাকায় সরকারি ও বেসরকারি অনুদান এবং স্থানীয়ভাবে চাটপাড়া আইডিয়াল একাডেমী নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩’শ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে স্থানীয় লোকজন বিদ্যালয় থেকে আগুনের ধোয়া বেড় হতে দেখে চিৎকার দিলে লোকজন এসে দেখতে পায় বিদ্যালয়ের কয়েকটি কক্ষ আগুনে পুড়ছে। এ খবর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় লোকজনও আগুন নেভাতে সহায়তা করে।
এরই মধ্যে বিদ্যালয়ের ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ভোর রাতে কেউ নাশকতামূলক ভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে নিজ বিদ্যালয়ের এ করুণ পরিনতি দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল জানান, আগুনে পুড়ে বিদ্যালয়ের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।