নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের মড়রা এলাকার ১২৫ ফুট উঁচু বিদ্যুত টাওয়ারের ১৩২ কেভি ভোল্ট জাতীয় গ্রিডের লাইন থেকে পাগল শিশু মারুফ মিয়াকে (১২) উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়ে গ্রামবাসীর সহযোগিতায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার করেন। সে শায়েস্তাগঞ্জ উত্তর নিশাপট গ্রামের আবুল ফজলের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বলেন, সবার অগোচরে সকালে বিদ্যুতের ১২৫ ফুট টাওয়ারের উপরে উঠে বসে গান গাওয়া শুরু করে মারুফ। লোকজন তাকে এ অবস্থায় দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খানকে খবর দেন। তিনি আমাদেরকে বিষয়টি অবগত করেন। আমরা এসে হুইশেল বাজিয়ে কৌশলে শিশুটিকে উদ্ধার করেছি।
মারুফের অভিভাবক জানান, মারুফ কিছুটা ভারসাম্যহীন। বর্তমানে সে সুস্থ রয়েছে। এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহজিবাজার বিদ্যুত গ্রীড উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোঃ সোহেল মিয়াসহ বিদ্যুত বিভাগের কর্মকর্তাবৃন্দ। শিশু মারুফ টাওয়ারের উপরে বসে আছে শুনে সকাল থেকেই ঘটনাস্থলে শত শত লোক সমাগম হয়। সে টাওয়ারের উপর থেকে লাফ দিয়ে পড়ে যেতে পারে এমন ধারণায় সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।