হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সাড়াশি অভিযানে চাকুরীজিবি ও শিক্ষার্থীসহ সন্দেহ ভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০ টায় তাদেরকে চিড়াকান্দি এলাকার একটি বাসা থেকে আটক করা হয়।
পুলিশ সুত্র জানায়, উল্লেখিত সময়ে শহরের শায়েস্তানগর এলাকায় সাড়াশি অভিযান চালায় পুলিশ। এ সময় পাশ্ববর্তী একটি বাসা থেকে চাকুরী জীবি ও শিক্ষার্থীসহ সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাচাই করে সরাসরি চাকরীতে যোগদান থাকায় ৭ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে ৩ জনকে আটক করে রাখে পুলিশ।
আটককৃতরা হলো, আজমিরীগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র বৃন্দাবন সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান শাখার ৩য় বর্ষের ছাত্র পায়েস মিয়া (২৩), চুনারুঘাট উপজেলার খাটানী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র মাহমুদুর রহমান অলি (২২) ও একই উপজেলার দুধ পাতিল গ্রামের শ্যাম মিয়ার পুত্র বৃন্দাবন সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান শাখার ২য় বর্ষের ছাত্র আবু তাহের (১৯)।