বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জে মোবাইল ফোন চুরির অপরাধে ৩ শিশুকে হাত-পা বেঁধে অমানষিক নির্যাতন ॥ গ্রেফতার ৩

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

৭৫৮হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে মোবাইল চুরির ঘটনায় ৩ শিশুকে বেধে বেধড়ক মারধোর করার ঘটনায় ধান-চাল ব্যবসায়ী শাহ আলমসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিক মামলা না নেয়ায় হবিগঞ্জ সদর থানার এসআই রাজকুমারকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ শহরের গরু বাজার এলাকার বাসিন্দা ধান চাউল ব্যবসায়ী আব্দুল আলীর পুত্র শাহ আলমের বাসা থেকে গতকাল সকালে কে বা কারা মোবাইল চুরি করে নিয়ে যায়।

মোবাইল চুরির ঘটনায় সকাল ১০টার দিকে একই এলাকার আব্দুল খালেকের পুত্র রনি মিয়া (১২), তার ফুফাত ভাই রুবেল মিয়া (১৩) ও তার বন্ধু মাহিন মিয়াকে (১০) সন্দেহজনকভাবে আটক করে নিজের বাসায় নিয়ে যায় শাহ আলম। এ সময় মোবাইল চুরির স্বীকারোক্তি নেয়ার জন্য শাহ আলম ও তাদের সহযোগীরা তাদের হাত-পা বেধে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে রনির মা রিপা আক্তার শাহ আলমের কাছ থেকে তাদের ছাড়িয়ে আনতে গেলে শাহ আলম উত্তেজিত হয়ে তাকে গালি-গালাজ করে।
পরবর্তীতে এ খবর হবিগঞ্জ সদর থানা পুলিশকে অবগত করলে এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে।

৭৫৮৯

এ সময় রনি’র মা রিপা আক্তার মামলা দায়ের করতে চাইলে একজন জনপ্রতিনিধি ও এলাকার কয়েকজন ব্যবসায়ীদের মধ্যস্থতায় রফাদফা করে রনির মা রিপা আক্তার ও তাদের স্বজনরা শিশুদেরকে থানা থেকে নিয়ে যান।
পরবর্তীতে এ ঘটনাটি সংবাদিকদের মধ্যে জানাজানি হলে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত শিশুদের সাথে কথা বলে তাদের ছবি ও ভিডিও চিত্র তুলে টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ করেন এবং সন্ধ্যার দিকে ৩ শিশুকে মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা। ফেসবুকে এ ঘটনায় নিন্দার ঝড় উঠে।

বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তারা হবিগঞ্জ সদর থানা পুলিশকে ঘটনার মূলহোতা শাহ আলম ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য নির্দেশ দেন। পরে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাইপাস সড়ক থেকে শাহ আলমকে গ্রেফতার করে। একই সাথে শাহ আলমের ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নির্যাতনের কথা স্বীকার করে।
এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে সে জানায়, রনি ও তার বন্ধুরা আমার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। কিন্তু চুরির বিষয়টি তারা স্বীকার করছিল না। তাদের স্বীকার করানোর জন্য আমি তাদের মারপিট করেছি।
রনির মা রিপা আক্তার জানান, তার স্বামী পৌর কাউন্সিলর জাহির উদ্দিনের অটো রাইচ মিলে কাজ করেন। বুধবার সকালে শাহ আলমের কলোনীর এক শিশুর সাথে রনি, রুবেল ও মাহিনের ঝগড়া হয়। এ সময় শাহ আলম তা দেখে তাদের বাসায় নিয়ে আটক করে বেধে মারপিট করে।

খবর পেয়ে আমি রনিকে ছাড়িয়ে আনতে গেলে শাহ আলম আমাকে গালিগালাজ করে। পরে বিষয়টি আমি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় আমি মামলা দায়ের করতে চাইলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বিষয়টি শেষ করে দেয়ার আশ্বাস দেন।

অপরদিকে শাহ আলমের লোকজন আমাকে ভয়ভীতি দেখাচ্ছিল। আমি ভয়ে ও ব্যবসায়ীদের কথা রাখার জন্য মামলা দায়ের করিনি। তবে তিনি জানান, রনির চেয়ে রুবেলকে বেশি মারপিট করেছে।

নির্যাতিত শিশু রনি জানায়, সকালে আমরা ৩ জন কাজের জন্য রাইচ মিলে যাই। এ সময় শাহ আলম আমাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে আমাদের আটক করে বেধে মারধোর শুরু করে। আমরা যত অস্বীকার করছিলাম শাহ আলম আমাদের ততই মারধোর করছিল। সে আমাদের কোন কথা শুনেনি। আমরা তার মোবাইল চুরি করিনি। আমরা গরীব বলে সে আমাদের এ ধরণের নির্যাতন করেছে। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, এ ঘটনা আপোষে নিষ্পত্তি হয়ে গেছে মর্মে এসআই রাজ কুমার মামলা না নিয়ে শিশুদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন। তবে নির্যাতনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা না নেয়ায় এসআই রাজকুমারকে ক্লোজড করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সাথে শাহ আলম জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি ৩ জন জড়িত না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাত দুইটায় সর্বশেষ খবরে জানা গেছে, এ ঘটনায় গরুর বাজার এলাকার শাহিদা বেগম ও তার পুত্র রিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি শাহ আলম যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবন্দি হয়।

কয়েকদিন আগে সে জামিনে মুক্তি পায়। এলাকাবাসীর অভিযোগ রয়েছে, শাহ আলম ধান-চালের ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত। কিন্তু তার ভয়ে স্থানীয় কেউই তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। শিশু নির্যাতনের ঘটনাটিও সে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!