চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গাজিপুর ইউনিয়নের একমাত্র কেন্দ্রস্থল আসামপাড়া বাজারে মেইন সড়ক দখল ও সরকারি জমিতে টং দোকান বসানোর হিড়িক পড়েছে।এ যেন রাজা বিহীন রাজ্যে পরিনত হয়েছে।
মাছ বাজারের প্রবেশ পথ বন্ধ করে টং দোকান নির্মাণ করে ভাড়া তোলা হচ্ছে।সবজি ও চাল বিক্রির সরকারি ঘর নিজেদের দখলে নিয়ে চায়ের দোকান হিসাবে ভাড়া দেয়ায় টিনের চাল গুলো কষে পড়ছে।ফলে সবজি বিক্রেতারা মেইন সড়ক দখল করে বসে আছে।এতে যানবাহন চলাচলে বিঘ্নিত হচ্ছে।
এ দিকে বাজারের দায়িত্বে থাকা লোকজন রক্ষক হয়ে বক্ষক সেজে বসার অভিযোগ উঠেছে।কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে বহু কাংখিত বাল্লা স্থলবন্দরের উন্নয়ন কাজ। কোন দিকে কত বড় রাস্তা হবে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যেই।
এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) তন্ময় ইসলামের সাথে কথা হলে তিনি বলেন – অভিযোগ ফেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিশ্চুক একজন তৈল ব্যবসায়ী বলেন স্থানীয় প্রশাসনের শক্ত অবসস্থান না থাকায় এ রকম “জোরজার মুল্লুক তার” অবস্থা সৃষ্টি হয়েছে।
আসামপাড়া বাজারের মেইন সড়ক, মাছ বাজারের প্রবেশ পথ ও সরকারী স্থাপনা থেকে নিজেদের গুলিয়ে নিয়ে একটি পরিচ্ছন্ন বাজার উপহার দিবেন এটাই সাধারণ মানুষের মনের দাবী।