চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মিলন হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বুধবার ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উপজেলার বালুমারা গ্রামের আঃ মন্নাফের ছেলে আঃ রশিদ (৩৫)।
জানা যায়, চুনারুঘাট থানার এসআই ওমর ফারুক ও এ এসআই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সে অনেক দিন ধরে আত্মগোপন করে আসছিল। দুপুরে আসামীকে কোর্টে প্রেরণ করলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।